lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
Last Updated 2024-05-02T04:55:44Z
স্বাস্থ্য ও চিকিৎসা

বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর কথিত হাসপাতালে অভিযান করে বন্ধ ঘোষণা - BD Prokash

Advertisement

 

 পঞ্চগড় প্রতিনিধি:


পঞ্চগড় বোদা উপজেলায় বেশ কয়েক জন কথিত কবিরাজ, কবিরাজি চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ  টাকা, সেই সাথে তৈরি করেছে নিজেদের জন্য বিলাসবহুল বাড়ি। যা সম্পুর্ন ১০ থেকে ১৫ টি সিসিটিভির আওতায় রেখেছেন তারা। 



তাদের মধ্যে  একজন পঞ্চগড় বোদা উপজেলার মিরপাড়া এলাকার শওকত আলী, কথিত কবিরাজি  চিকিৎসার নামে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে সে।



সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে তিনি মিনি হাসপাতাল খুলে চিকিৎসা দিচ্ছেন। এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না এছাড়া তিনি বিভিন্ন ব্যক্তিদের ম্যানেজ করে তার এই অবৈধ চিকিৎসা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ উঠেছে গত ২২ এপ্রিল। 



পঞ্চগড় জেলার  বোদা উপজেলায় মিরপারা গ্রামে, কুচক্রী মহলের  ছত্র ছায়ায়, গড়ে উঠেছে বেনামী এক মিনি হাসপাতাল। যেখানে প্রায় সকল রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকেন, কথিত কবিরাজ, শওকত আলী। 



এই বিষয় নিয়ে বিভিন্ন মিডিয়ায়  সংবাদ প্রকাশের পর জেলা সিভিল সার্জেন  বিষয়টি আমলে নিয়ে তদন্ত করেন। এবং  ৩০ শে এপ্রিল  বিকাল সাড়ে চারটার সময় বোদা  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার নজির,বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ লুৎফর কবির,বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, ঘটনাস্থল পরিদর্শন করেন,দায়িত্বশীল কর্মকর্তাগণ,প্রকাশিত সংবাদ এর সত্যতা নিশ্চিত করেন।



বিশেষ  সূত্রে জানা যায়,ধুরন্দর প্রতারক কবিরাজ শওকত আলী সকলের চোঁখ ফাঁকী দিয়ে ঘটনাস্থল থেকে পলিয়ে যায়।



বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে, উক্ত বেনামী   হাসপাতাল স্হায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়, এবং অবস্থানরত রোগীদের বোদা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। যথাযথ চিকিৎসার ব্যাবস্হা নিতে, দায়িত্বশীল ব্যাক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।



সতর্ক করে নির্দেশনায় জানানো হয় যে, ভবিষ্যতে এমন বেআইনি কার্যক্রম করিলে,আইনগত ব্যাবস্থা নেওয়া হবে,আইনত এই অবৈধ কর্মকাণ্ডের জন্য,জেল,জরিমানার বিধান রয়েছে। 



এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া কেউ  হাসপাতাল করতে পারবে না এটা সম্পূর্ণ বেআইনি। হাসপাতালে রেখে কবিরের চিকিৎসা দেওয়াও বেআইনি।