lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
Last Updated 2024-05-14T11:43:26Z
আইন ও অপরাধ

শার্শায় পরিত্যক্ত ৩টি হাতবোমা উদ্ধার - BD Prokash

Advertisement

 

বেনাপোল প্রতিনিধি: 


যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাবু চেয়ারম্যান মার্কেটের পেছনে টিউবওয়েলের পাশ থেকে এ বোমা তিনটি উদ্ধার করা হয়।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বাগআচড়া বাজারে বাবু চেয়ারম্যান মার্কেট এর পিচনে  মোটরসাইকেল গ্যারেজ এর পাশে টিউবওয়েল সংলগ্ন কর্নারে লাল কসটেপে মোড়ানো পলিথিন এর ভিতর ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে।



শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।