Advertisement
মীর শাহাদাৎ হোসাইন :
তীব্র গরম ও রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, হাপিত্যেশ করছে খেটে খাওয়া মানুষ।তীব্র এই গরমে নিজেদের শারীরিক অবক্ষয় থেকে মুক্তির লক্ষ্যে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ( চাকুরীজীবি) 'রা ডাবের দোকানে ভিড় করলেও গরমের তীব্রতা উপেক্ষা করে জীবন ও জীবিকার তাগিদে পরিশ্রম করা সাধারণ জনগণ তৃষ্ণা মেটাতে বরফ পানির লেবুর সরবত ও আখের রসে খুঁজছে আত্মতৃপ্তি। জেলার বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা যায় এই চিত্র।
ডাব বিক্রেতা মো. লোফ্যা জানান, পাবনার সুজানগর, আমিনপুর, বেড়ার বিভিন্ন এলাকায় গিয়ে গাছ থেকে ডাব সংগ্রহ করে কিনে নিয়ে আসি। গরম বেশি হওয়ার কারনে ডাবের চাহিদা বেশি হওয়ায় লাভ বেশি হচ্ছে বলে জানান তিনি।
প্রচন্ড গরমে ডাব ব্যবসায়ীরা লাভবান হলেও নিম্নবিত্ত মানুষের সম্বল খাবার স্যালাইন, আখের রস ও লেবুর শরবত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শরবত ব্যবসায়ী গণমাধ্যম কর্মীদের জানান, গরম বেশি হওয়ায় আমার দোকানে প্রচুর ভিড় জমছে, বেশ লাভবান হচ্ছি।