lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১২ মে, ২০২৪
Last Updated 2024-05-12T09:26:28Z
সারাদেশ

মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ ও অধ্যক্ষ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় আনন্দ র‌্যালী অনুষ্ঠিত - BD Prokash

Advertisement


মুহাম্মদ মুছা মিয়াঃ 


নরসিংদীর মাধবদীতে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হারুনুর রাশীদ শাহ ফকির জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ নরসিংদী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় আনন্দী র্যা লী অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ রবিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও গভর্ণিং বডির সদস্যরা আনন্দ র্যা লীটি বের করেন। আনন্দ র্যা লীটি বিদ্যালয় থেকে বের হয়ে মাধবদী বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আবারো বিদ্যালয়ে এসে শেষ হয়। এসময় মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রাশীদ শাহ ফকিরের নির্দেশনায় আনন্দ র্যা লীতে উপস্থিত ছিলেন মাধবদী গভর্ণিং বডির সদস্য আলাউদ্দিন আল আজাদ, সাবেক গভর্ণিং বডির দাতা সদস্য মনিরুজ্জামান ভূঁইয়া, মাধবদী পৌরসভার কাউন্সিলর ও সাবেক দাতা সদস্য গৌতম ঘোষ, বর্তমান গভর্ণিং বডির সদস্য ইব্রাহিম বাবুল, নিরঞ্জন সাহা, আঃ কাদির মোল্লা,  সাবেক গভর্ণিং বডির সদস্য ও মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,  মোঃ মাসুদ মিয়া, কলেজ শিক্ষক প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, মোঃ হাসান আলী, আফসানা আক্তার প্রমূখ। উল্লেখ্য যে প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালে মাধবদীর কাশিপুর এলাকায় প্রতিষ্ঠা লাভ করে। গত কয়েক বছর পূর্বে বঙ্গবন্ধু কৃষি বিশ^ বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গিয়াসউদ্দিন মিয়া অত্র প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে ফলাফল ভালো হচ্ছে। ২০২২ সালেও নরসিংদী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করে। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত টানা তিন বছর উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছ। আজ আনন্দ র্যা লী শেষে বিদ্যালয়ের অধ্যক্ষ ও গভর্ণিং বডির সদস্যরা প্রতিবছরই শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করতে পারে সেজন্য সকলের নিকট দোয়া ও সহযোগীতা চেয়েছেন।