lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৩ মে, ২০২৪
Last Updated 2024-05-13T14:42:45Z
সারাদেশ

মাদারগঞ্জ সরকারি ৫০% ভতুূর্কিমূল্যে কৃষকের মাঝে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ - BD Prokash

Advertisement


মাদারগঞ্জ প্রতিনিধি


জামালপুরের মাদারগঞ্জে সরকারি ৫০% ভর্তুকিমূল্যে কৃষকের মাঝে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন ও একটি বিপার বাইন্ডার মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল  বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উপজেলার মিতালী বাজার এলাকার কৃষক লাবলু আনসারী ও কাতলামারি এলাকার কৃষক জাহিদুল ইসলামের মাঝে  এসব মেশিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম বলেন,কম্বাইন হারভেস্টার এর চাহিদা দিন দিন বাড়ছে,মাদারগঞ্জ উপজেলায় ৬৫ % ধান এই কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা হচ্ছে। আমাদের চাহিদা অনেক রয়েছে। এবার ২৮টি আবেদন প্রেরণ করেছি। এর মধ্যে ৩টি আমরা বরাদ্দ পেয়েছি। ৩টির মধ্যে এ নিয়ে ২টি বিতরণ করা হলো। হারভেস্টার মেশিনের মাধ্যমে  ধান কাটার জন্য আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। আমরা বিভিন্ন উপজেলা থেকে হারভেস্টার মেশিন মেনেজ করে কৃষকের ধান কাটার ব্যবস্থা করছি।