lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৩ মে, ২০২৪
Last Updated 2024-05-13T09:41:08Z
সারাদেশ

বঙ্গবন্ধু পাবলিশিং এর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে উত্তরণের ৪ জন কবিগুরু সম্মাননা পদক পেলেন - BD Prokash

Advertisement

 

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি) :


গত ১১ মে ভারতে কলকাতার  বর্ণপরিচয় (ফার্স্ট ফ্লোর), এ পি (৬৬), কলেজস্ট্রিট, পশ্চিমবঙ্গ, ভারতে বঙ্গবন্ধু রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউণ্ডেশন (ভারত-বাংলাদেশ) আয়োজনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার, বেলা ২টা-৫টা।অনুষ্ঠান টি বঙ্গবন্ধু পাবলিশিং হাউস, বর্ণপরিচয়, এপি (৬৬), কলেজস্ট্রিট, কলকাতায় অনুষ্ঠানে  আলোচ্য বিষয় ছিলো কবিগুরু প্রণাম ও দুই বাংলায় কবিগুরু (সাহিত্যাদর্শন ও জীবনাদর্শ),সাহিত্য-সংস্কৃতি-শিল্প ভাবনায় দুইবাংলা,লেখক ও প্রকাশক ড. সুকেশ কুমার মণ্ডল, প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ড. শঙ্কর ঘোষ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ড. চিত্তরঞ্জন মাইতি বিশিষ্ট গবেষক, লোকসাহিত্য (ভারত-বাংলাদেশ) বিশেষ অতিথি - আলমগীর কবীর হৃদয়-কবি, গীতিকার, বাচিকশিল্পী, সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তরণ পাবনা বাংলাদেশ, সেলিনা সাথী-কবি ও বাচিকশিল্পী, (প্রতিষ্ঠাতা সভাপতি, নীলফামারী সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমি এবং উত্তরণ পাবনার নীলফামারি শাখা সভাপতি) বাংলাদেশ,কবি ও কণ্ঠশিল্পী  রাফিদ আহমেদ (সাংগঠনিক সম্পাদক, উত্তরণ পাবনা) বাংলাদেশ, শ্রাবন্তী মায়া-কবি ও গীতিকার (সাংস্কৃতিক সম্পাদক, উত্তরণ পাবনা) বাংলাদেশ, তৈয়েব রহমান, কবি-সাহিত্যিক, ড. বিশ্বজিৎ বালা, বি এড, ইউনিভারসিটি, আনন্দ মণ্ডল- আনন্দ প্রকাশন কলকাতা, অংশ গ্রহণ করেন- ড. অপর্ণা দে প্রাক্তনী, কলিকাতা বিশ্ববিদ্যালয়, ড. নীল সেনগুপ্ত - সাহিত্যিক, মনোবিজ্ঞানী, সমাজসেবী অর্চিতা সেন, সাহিত্যিক, শিল্পী গোপাল ঘোষ, অধ্যাপক, নন্দীগ্রাম কলেজ। হেমন্ত রায়- সম্পাদক, সাহিত্যসেবক, বাগনান দেবলীনা মুখার্জী, কবি-সাহিত্যিক ড. অরিন্দম সরকার, কবি-সাহিত্যিক ও বিশিষ্ট গবেষক ত্রিপর্ণা চট্টোপাধ্যায়- সঞ্চালিকা ও শিক্ষিকা, সত্যকাম বাগচী কবি-সাহিত্যিক,গবেষক বংশীবদন চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ শিপ্রা রায়, কবি-সাহিত্যিক সাধন হালদার, বিশিষ্ট শিক্ষাবিদ দ্বীপান্বিতা সেন, বিশিষ্ট শিক্ষাবিদ মৃণাল পাত্র, শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ জগদীশ শীট, বিশিষ্ট সমাজসেবী বিমল মণ্ডল ও আরও অনেকে। এই আয়োজনে বাংলাদেশের অন্যতম প্রধান সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি,গীতিকার,সংগঠক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, সাংগঠনিক সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী রাফিদ আহমেদ, উত্তরণ নীলফামারি শাখা সভাপতি কবি ও বাচিকশিল্পী সেলিনা সাথী ও সাংস্কৃতিক সম্পাদক কবি ও গীতিকার শ্রাবন্তী মায়া কে কবিগুরু সম্মাননা পদক ২০২৪ প্রদান করা হয়।