Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
মহেশখালী উপজেলা মাধ্যমিক বিদ্যালয় গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে। বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আজাদ। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।
পহেলা মে (বুধবার) মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা ও মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
এছাড়াও দায়িত্ব পালনকালে ২০২২ সালে এম. হুমায়ুন কবির আজাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত 'জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস' কর্তৃক মানবাধিকার গোল্ডেন পিস এওয়ার্ড-২০২২ অর্জন করেন। শিক্ষাক্ষেত্রে ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য 'বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি' কর্তৃক 'নেতাজি সুভাষচন্দ্র বসু পিস এওয়ার্ড ২০২৩' অর্জন করেন। 'আমার আশা ফাউন্ডেশন' তাঁকে 'বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পিস এওয়ার্ড-২০২৩ এ ভূষিত করে।সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে 'বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি' কর্তৃক 'মহান বিজয় দিবস গোল্ডেন পিস এওয়ার্ড -২০২৩' সম্মাননা'সহ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি ২০১২ সালে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে দক্ষ নেতৃত্বে শিক্ষা, খেলাধুলা ও সহপাঠ কার্যক্রমে উত্তরোত্তর উন্নতি ও ধারাবাহিক কৃতিত্বে এবারও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ১১ টি ইভেন্টে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এম.হুমায়ুন কবির আজাদ একজন আদর্শবান ও অনুকরণীয় শিক্ষক হিসেবে সর্বমহলে সমাদৃত।