lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৯ মে, ২০২৪
Last Updated 2024-05-29T12:40:08Z
আইন ও অপরাধ

নিখোঁজ শার্শার মুক্তিযোদ্ধা জালালের মরদেহ মিলল সড়কে - BD Prokash

Advertisement


বেনাপোল  প্রতিনিধি:


শার্শা থেকে নিখোঁজ হওয়া রেজানুর রহমান জালাল (৭৪) নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ নড়াইলের সড়ক থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।



বুধবার (২৯ মে) সকাল ১০টার দিকে যশোর- নড়াইল সড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে তুলারামপুর হাইওয়ে থানার  পুলিশ।

নিহত রেজানুর রহমান জালাল শার্শার শ্যামলাগাছি গ্রামের মৃত হারুন অর রশিদ ছেলে।



পুলিশ জানায়, সকালে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।



পরে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।



নিহতের ছেলে রুমেল ইসলাম জানান,আমার বাবা শারিরীক ভাবে বেশ কিছুদিন যাবত অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে শার্শার শ্যামলাগাছী বাড়ি থেকে বের হন তার বাবা। এরপর তিনি রাতে আর ফেরেননি। ওই রাতেই তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।সকালে বাবার লাশ নড়াইলের সড়কে পড়ে থাকার খবর পান বলে জানান তিনি।



তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কায় রেজানুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।