Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা:
"স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন, শেকড়ের টানে মানবতার পাশে" প্রতিপাদ্যকে সামনে রেখে,সেইফ ফাউন্ডেশন ও শেকড় পাবনার আয়োজনে,ভ্যান, রিক্সা, ইজিবাইক এবং সিএনজি ও পথচারীদের মাঝে সানক্যাপ,খাবার স্যালাইন, বিস্কুট ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পাবনার সুজানগর পৌর শহরের প্রধান সড়কে ভ্যান, রিক্সা, ইজিবাইক এবং সিএনজি চালক ও পথচারীদের মাঝে সানক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। সানক্যাপ পানি বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন,সংগঠনের আহবায়ক খান হাবিব মোস্তফা,সদস্য-শেখ রাসেল,ফুয়াদ শামিম,বাবুল আক্তার বাবু,উপদেষ্টা, টুটুল হোসেন বিশ্বাস,মোঃ রফিকুল ইসলাম প্রমুখ ।এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল মোমিন,এনামুল হক।