Advertisement
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের টেংগনমারী রেল লাইনের দক্ষিণ পাস থেকে দিনরাত অবৈধভাবে সরকারি বিধিনিষেধ কে বুরো আঙ্গুল দেখিয়ে স্থানীয় প্রভাবশালীরা প্রতিদিন যন্ত্র দানব ভেকু দিয়ে পুকুর খনন করে মাটি বিক্রির মহোৎসব শুরু করেছে।
বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে ভেকু লাগিয়ে প্রায় ১০ টি ট্রাক্টর দিয়ে মাটি বহণ করছে। এতে করে একদিকে যেমন সড়কের বেহাল দর্শা হচ্ছে অন্যদিকে এলাকা হয়েছে ধুলার নগরীতে পরিণত।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলছেন যেখান থেকে মাটি খেকোরা মাস ব্যাপী মাটি বিক্রি করছে এসব এলাকা সম্পুর্ন সরকারি খাশ জমি। স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি সরকার দোলিয় নাম ভাঙিয়ে এসব খাশ জমি থেকে লক্ষ লক্ষ টাকার মাটি লুটপাট করছে।
এদের ভয়ে স্থানীয় মানুষ মুখ খুলতে চায়না। তারা বলছেন আমরা অনেকেই কর্তৃপক্ষকে অবগত করেছি কোনো ফলাফল পাওয়া যায় নি। সম্ভবত ভূমি কর্তৃপক্ষ কে মেনেজ করেই এই অবৈধ মাটি বিক্রি করছে। তা না হলে কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছেনা কেনো।
স্থানীয়দের ধারণা এভাবে ভেকু দিয়ে যেখানে সেখানে সমতল ভূমিতে গভীর পুকুর খননের কারনে এলাকার ব্যাপক ক্ষতি হবে, এলাকাবাসী কর্তৃপক্ষের হস্তক্ষে কামনা করছেন।