Advertisement
দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বাঅঞ্চলের বেশ কয়েকটি গ্রামে প্রবাসীদের নিয়ে গঠিত প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সমাজ সেবক লন্ডন প্রবাসী আব্দুল আলী,সমাজ সেবক মইন উদ্দিন আহমদ ও সংগঠনের সভাপতি আব্দুল হক'র দাদীর স্মরণে ভার্চুয়াল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় নিহতদের কর্মময় জীবনে সমাজ সেবায় বিভিন্ন কাজের অবদান পর্যালোচনা, তাদের আত্মার মাগফিরাত কামনা, ও শোকাভিভূত পরিবার বর্গের শোক সহিবার তাওফিক কামনা করে দোয়া করা হয়।
এসময় পরিষদের সভাপতি মো. আব্দুল হক ও সাধারন সম্পাদক ফারুক আহমদ নিহত মঈনুদ্দিন আহমদ'র মৃত্যু রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
পরিশেষে নাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুর রহমান লতিফীর ন সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।