Advertisement
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আফসানা আক্তার নামের এক গৃহবধূ। তিন সন্তানসহ ওই গৃহবধূ পুরোপুরি সুস্থ রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর এলাকার এলিট কেয়ার হাসপাতালে সিজারের মাধ্যমে মা হন এক গৃহবধূ। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে ওই গৃহবধূ আফসানার প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করান। পরে জরুরি অপারেশনের মাধ্যমে কয়েক মিনিটের ব্যবধানে তিনজন সন্তান প্রসব করেন তিনি।
এলিট কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম সজীব বলেন, আমাদের হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানার তত্ত্বাবধায়নে ছিলেন আফসানা। আমরা জানতে পারি তিনি তিনটি সন্তান কনসেপ্ট করেছেন। তিনটি সন্তানের জন্ম হবে এজন্য ঝুঁকির কথা চিন্তা করে ওই গৃহবধূকে বৃহস্পতিবার সিজার করা হয়। সন্তান ও মা সকলেই সুস্থ আছেন।
সিরাজুল ইসলাম আরও বলেন, গাজীপুরের ইনফার্টিলিটি সেন্টার ও একমাত্র ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারির হাসপাতাল হওয়ায় সবাই তাঁদের হাসপাতালে আসেন। তিন সন্তানের ঝুঁকির কথা ভেবে অস্ত্রোপচার করা হয়। এখন তিন সন্তান ও মা উভয়ই সুস্থ আছেন।
গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানা বলেন, প্রথমে নরমাল ডেলিভারি করতে চেয়েছিলাম। কিন্তু, পরিবারের অনুরোধ ও নবজাতকদের ঝুঁকির কথা চিন্তা করে বৃহস্পতিবার বিকেলে আফসানাকে সিজার করা হয়। তিনি তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। শিশুদের প্রত্যেকের ওজন দুই কেজির বেশি। মা ও শিশুরা সুস্থ আছেন।
গৃহবধূ আফসানার স্বামী প্রকৌশলী মো. রিপন মিয়া বলেন, এক সঙ্গে তিন সন্তান হয়েছে। এতে আমরা দু:খিত নই, আমরা সবাই আনন্দিত। তিন সন্তান এবং আমার স্ত্রী সুস্থ রয়েছেন এটিই আমাদের কাছে সবচেয়ে বেশি স্বস্তির বিষয়।