Advertisement
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে পবিত্র বারো আউলিয়ার মাজার ঘীড়ে , বানানো হয়েছে বারো আউলিয়ার মেলা, সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রতিবছর এই মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে।
পঞ্চগড়ের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আশে শত শত ব্যবসায়ীদের দোকান। এবং ভক্তরা মাজারে মানত করে গরু, ছাগল, মুরগি চাউল নগত টাকা এবং অন্যান্য আরো অনেক কিছু। এবার বারো আউলিয়ার মেলা সরকারি ভাবে ইজারাদেয়া হয় ৩ লক্ষ ৩০ হাজার টাকায়, মেলা ঘুরে দেখাগেছে ইজারাদারের লোকজনরা একটি বেলুন বিক্রেতা কেও ছার দেয়নি সকলের কাছ থেকে কোনো রশিদ ছাড়াই টাকা তুলছে তারা। এছাড়াও মেলার ফুটপাতে খোলামেলা যেসব খাবার বিক্রি হচ্ছে সবটাই নোংরা পরিবেশে। মেলায় চলছে অনুমতি বিহীন জুয়া মাদক সহ নানান অনিয়ম। যা আমাদের সমাজের মানুষের জন্য মাড়াক্তক ক্ষতি।
এসব বিষয়ে মাজার কমিটির সাধারণ সম্পাদক আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, এর কাছে এক ঘন্টা অপেক্ষা করার পর বক্তব্য এর জন্য গেলে তিনি সাংবাদিকদের সাথে জঘন্য ব্যাবহার করে বক্তব্য না দিয়েই চলে যায়।
একটি কথা এখন না বললেই নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাকুরী জীবীদেরকে উদ্দেশ্য করে বলে গেছেন, জনসাধারণের পয়সায় চাকুরীজীবীদের মাইনে দেয়া হয়। চাকুরীজীবীরা যেন মানুষের সঙ্গে কোন খারাপ আচরণ না করে। বঙ্গবন্ধুর এই বাণীটি প্রায় অফিসে ক্যালেন্ডার করে ঝুলানো রয়েছে, কিন্তু ভাববার বিষয় কার্যকরিতা নেই, কেন এই নির্বাহী কর্মকর্তা সাংবাদিকের তথ্য না দিয়ে তাদের সাথে খারাপ আচরণ করল এটাই জানতে চায় এই বাংলার সুশীল সমাজ।