Advertisement
নিজস্ব প্রতিবেদক মান্দাঃ
নওগাঁর মান্দায় হিলফুল ফুযূল (শান্তি সংঘ)এর পক্ষ থেকে প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন, পানির তৃষ্ণা মিটাতে পথচারী, অটো ও ভ্যান চালক , যাত্রী ও শ্রমজীবী মানুষের মাঝে লেবু, ওরস্যালাইন ও ঠান্ডা পানীয় উপকরণ মিশিয়ে সুস্বাদু ঠান্ডা পানির শরবত কয়েক’শ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
হিলফুল ফুযূল (শান্তি সংঘ) এর উদ্যোগে বৃহস্পতিবার (২ মে ) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে এক গ্লাস করে ঠান্ডা শরবত বিতরণ করেন এই সংগঠনটি । শরবত খেয়ে প্রাণ জুড়াচ্ছেন অসংখ্য মানুষ জানা যায় এই তীব্র গরমে পথচারী মানুষের মাঝে বিনামূল্যে শরবত খাওয়ানোই অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল পথচারী শ্রমজীবী মানুষ ।