lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১ মে, ২০২৪
Last Updated 2024-05-01T11:16:57Z
শিক্ষা

রফিজ আলী তৃতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত - BD Prokash

Advertisement


সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):


সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার হাজী কনু মিয়া উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মো.রফিজ আলী উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে তৃতীয়বারের মতো শ্রেষ্টত্ব অর্জন করেছেন।



আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠস্থান অর্জনকারীদের ফলাফল প্রকাশ করা হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক নেহের নিগার তনু এবং দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে স্কুল ক্যাটাগরিতে মো. রফিজ আলী শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।



উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের শ্রেষ্ঠ স্থান অর্জনকারীদের মধ্যে স্কুল ক্যাটাগরিতে প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের  হাজী কনু মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিজ আলী তৃতীয় বারের মতো দোয়ারাবাজার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। ইতোপূর্বে তিনি ২০১৭ ও ২০১৯ সালে অনুরূপ শ্রেষ্ঠত্ব অর্জনের গৌরব লাভ করেন।



রফিজ আলী ব্যক্তিগত জীবনে আলোকিত ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। শিক্ষা নিয়ে তাঁর কাজ সর্বমহলে সমাদৃত। নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের কৃতি সন্তান রফিজ আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান, নরসিংপুর সমাজ কল্যান সংস্থা (নসকস) এর সাবেক সভাপতি, উপজেলার সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান আল মদিনা একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি, দারুল ইহসান মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য, ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সাবেক সদস্য এবং দোয়ারাবাজার উপজেলা স্কাউটের কমিশনার। 



এদিকে দোয়ারাবাজার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করায় মো. রফিজ আলীকে অভিনন্দন জানিয়েছেন ছাতক দোয়ারা ফোরাম সিলেটের সভাপতি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নরসিংপুর সমাজ কল্যান সংস্থা (নসকস) এর সভাপতি শফিকুল ইসলাম ও সেক্রেটারী তোফাজ্জল হোসাইন, আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান ও প্রিন্সিপাল হাসান আলী এবং দারুল ইহসান মডেল মাদরাসার তত্বাবধায়ক মাওলানা হোসাইন আহমদ ও ওস্তাদ হাফিজ সাইদুর রহমান।



উল্লেখ্য রফিজ আলী ১৯৯৩ সালে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারি  শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৫ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। যোগদানের পর থেকে তিনি অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, স্কাউট, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনাসহ ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।