lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৩ মে, ২০২৪
Last Updated 2024-05-13T06:15:03Z
জাতীয়

ঠাকুরগাঁওয়ে আবার বন্ধ রেশম কারখানা - BD Prokash

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


প্রায় ২১ বছর বন্ধ থাকার পর ঠাকুরগাঁও রেশম কারখানা সচল হয় ২০২৩ সালের আগস্ট মাসে। নতুনভাবে কারখানা চালু হওয়ায় স্বপ্ন দেখতে শুরু করেছিলেন শ্রমিক-কর্মচারীরা। পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে বাঁচার আশা জেগেছিল। ৬ মাস যেতেই ফেব্রুয়ারিতে আবার বন্ধ হয়ে গেছে কারখানাটি।



ঠাকুরগাঁও সুপ্রিয় গ্রুপের মালিক বাবলু বলেন, আমাদের রেশম কারখানাটি চালু করেছিলাম। বাজার ভালো না থাকায় বাধ্য হয়ে আবার সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছি। শুধু আমাদের কারখানা নয়, অন্য যে কারখানা রয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে। স্থায়ীভাবে বন্ধ রাখা হয়নি। খুব তাড়াতাড়ি আবার আমরা উৎপাদনে ফিরব। ঠাকুরগাঁও জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মাহবুব-উল-হক বলেন, সুপ্রিয় গ্রুপের মালিক শর্ত ভঙ্গ করে কারখানার উৎপাদন হঠাৎ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।