Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
পাহাড়ী দ্বীপ উপজেলা মহেশখালী'র ঐতিহ্যবাহী দ্বীনে শিক্ষা প্রতিষ্ঠানে কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ শে এপ্রিল) সকালে মাদ্রাসা হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন কোম্পানি'র সভাপতিত্বে ও মাদ্রাসা সহ-সুপার মাওলানা আলী রেজা সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় শুরুতে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ শেষে স্বাগত বক্তব্য রাখেন.. মাদ্রাসা সুপার মাওলানা আজহারুল ইসলাম।
সভাপতি এর বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন কোম্পানি বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়ন'সহ সিসি ক্যামেরা স্থাপনের আশ্বস্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার নবনির্বাচিত কমিটির বিদ্যোৎসাহী ও প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ আহমদ চৌধুরী, অভিভাবক সদস্য, বিদ্যোৎসাহী সমাজসেবক সোহেল চৌধুরী, অভিভাবক সদস্য আনছারুল করিম, আবদুল কাদের, মাওলানা লোকমান হাকিম, শিক্ষক প্রতিনিধি মাওলানা আইয়ুব রহমান, ছৈয়দ কবির, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাহিদা আক্তার, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোর্শিদা আক্তার, মাদ্রাসা'র প্রাক্তন ছাত্র বিদ্যোৎসাহী আলহাজ্ব সাহেদ মোহাম্মদ সবর'সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষকদের মধ্যে কেউ কেউ কোচিংয়ের রমরমা ব্যবসা করে যাচ্ছেন। যেটা শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা থেকে কিছুটা দূরে সরিয়ে দিচ্ছে, ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে হবে। আপনাদের এ কোচিং ব্যবসা পরিহার করতে হবে বলে জানালেন মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সোহেল চৌধুরী।
পরে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ইউনিক আইডি প্রদান করেন নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।