Advertisement
আলী রেজা রাজু, ঢাকা উত্তর:
ঢাকার সাভারে ৩০০পিচ ইয়াবাসহ পপি আক্তার(২০) ও আব্দুল হামিদ (৪০)নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)"র পুলিশের একটি অভিযানিক টিম।বরিবার (১৩মে)দিবাগত রাতে সাভারধীন বিরুলিয়া খনিজনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪মে )বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
গ্রেফতারকৃতরা হলেন,পপি আক্তার(২০)সাভারের খনিজনগর গ্রামের মৃত হানিফ মিয়ার মেয়ে ও হামিদ (৪৪) সাভারের কালিয়াকৈর গ্রামের ওহাবের ছেলে।
ডিবি জানায়,ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মো:আনোয়ার হোসেনের সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে সাভারের থানাধীন বিরুলিয়া খনিজনগর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী পপি আক্তার ও হামিদকে গ্রেফতার করে এসময় তাদের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।