lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১ মে, ২০২৪
Last Updated 2024-05-01T14:52:41Z
সারাদেশ

নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকের নগদ অর্থ সহায়তা প্রদান - BD Prokash

Advertisement


সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন স্থানীয় নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে লন্ডন বসবাসরত নরসিংপুর ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন নরসিংপুর ইউনিয়ন  ট্রাস্ট ইউকে।



রবিবার (২৯ এপ্রিল) দুপুরে নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসায় এক অনুষ্ঠানের  মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে টাকা তুলেদেন সংগঠনটির নেতৃবৃন্দ। 



মাদ্রাসা পরিচালনা কমিটির  সাবেক সভাপতি আলহাজ্ব ইছহাক মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি  চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান। 



প্রধান বক্তা হিসেবে ছিলেন নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকের সদস্য লন্ডন প্রবাসী আব্দুস সালাম।  বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক কয়ছর আহমদ চৌধুরী, আলতাফুর রহমান খসরু, আলহাজ্ব আতাউর রহমান,আলহাজ্ব ইছহাক আলী,হাজ্বী আহমদ আলী, আলহাজ্ব আমজদ আলী ,সমাজ সেবক ফয়জুল হক,আব্দুল করিম ময়না,ফখর উদ্দিন,রমিজ আলী। 



এসময় বক্তারা বলেন,নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকে একটি সামাজিক সংগঠন। দেশ-ছেড়ে বিদেশের মাটিতে লন্ডনে বসেও এলাকার কল্যাণে চিন্তা চেতনা নিয়ে মানুষের সেবা করার লক্ষ্যে এই সংগঠনটি  কাজ করে যাচ্ছে।



এটা অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসীদের এমন ত্যাগ কখনো ভুলার মতো নয়। সবাই নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকের সকল-সদস্যদের জন্য দোয়া করেন।



এসময় নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাও সাদিকুর রহমান, সহ-সুপার সাহিদুর রহমান,মাও মর্তূজ আলী সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।



পরিশেষে নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকের  উপদেষ্টা হাজ্বী আফরুজ মিয়া ও সকল সদস্যদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।