lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৫ মে, ২০২৪
Last Updated 2024-05-25T04:02:32Z
আইন ও অপরাধ

ঝিকরগাছায় থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা সহ আটক ১ - BD Prokash

Advertisement


জহিরুল ইসলাম,যশোর প্রতিনিধি


যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ১২ কেজি গাজা সহ মোঃ রাজু শেখ (৪২) ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মোছাঃ রাবেয়া বেগমকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। রাজু শেখ বেনাপোল পোর্ট থানাধীন পাটবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের ছেলে ও মোছাঃ রাবেয়া বেগম ঝিকরগাছার পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের আলী আহাম্মেদের স্ত্রী।



ঝিকরগাছা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ মে) আনুমানিক বেলা ২টার সময় ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলে থাকা ১২ কেজি গাঁজা সহ রাজু শেখকে আটক করে। এ বিষয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২৪, তাং ২৪/০৫/২০২৪ ইং। অপর এক অভিযানে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোছাঃ রাবেয়া বেগমকে আটক করে।



ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূইয়া জানান, গাঁজ সহ একজন ও সাজাপ্রাপ্ত একজনকে আটক করা হয়েছে। আগামীকাল শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।