lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Last Updated 2024-05-09T10:13:58Z
সারাদেশ

মাদারগঞ্জে ৬৫টি পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ - BD Prokash

Advertisement


আকন্দ সোহাগ


জামালপুরের মাদারগঞ্জে ৬৫টি পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণী সম্পদ কার্যালয় থেকে প্রত্যেকটি পরিবারের মাঝে ২টি ভেড়ি ও ১ টি করে ভেড়া বিতরণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কষিবিদ মোঃ শাহাদুল ইসলাম। ডাঃ রিজভী আহম্মেদ জানান,বিলুপ্ত ছিটমহল ও নদী বিধৌত চরাঞ্চলে প্রাণিজ আমিষের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধি করা এবং প্রাণিসম্পদ খাতের উন্নত ও লাগসই প্রযুক্তি সম্প্রসারণের লক্ষে এই উপজেলার ৬৫টি পরিবারের মাঝে মোট ১৩০টি ভেড়া বিতরণ করা হয়েছে। আশা রাখছি এইসব ভেড়া লালন পালন করে প্রাণিজ আমিষের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধি এবং প্রাণীসম্পদ খাত সম্প্রারিত হবে।