Advertisement
সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়েও সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
গতকাল বুধবার (০১ মে) রাতে উপজেলার ধামোর হাটে নির্বাচানী প্রচারণাকে কেন্দ্র করে মোটরসাইকেল ও ঘোড়া মার্কা প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু-পক্ষের সংঘর্ষের সময় ঘোড়ার অস্থায়ী নির্বাচনী অফিস পুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে অফিস ভাঙচুরেরও।
জানা যায়, গতকাল রাতে নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেলের কর্মীরা ধামোর হাট হয়ে ফিরছিলেন। এসময় তাদের গতি রোধ করা হয়। এবং পিছন দিকের কর্মীদের উপরে ইট পাথর নিক্ষেপের অভিযোগ করছেন মোটরসাইকেল সমর্থকরা।
ঘোড়ার অফিসে অগ্নিসংযোগ দেওয়া অস্বীকার করে মোটরসাইকেল কর্মীরা বলেন, আমরা পার্শ্ববর্তী এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ করে ফিরছিলাম। পথিমধ্যে ঘোড়ার লোকজন আমাদেরকে পিছন দিক থেকে আক্রমণ করে। তাঁরাই আমাদের উপর ইট পাথর নিক্ষেপ করেছে। তাতে আমরা বাঁধা দিলে তাঁরা নিজেরাই নিজেদের অফিসে অগ্নিসংযোগ দিয়ে আমাদের উপরে দোষারোপ করছে।
এদিকে ঘোড়ার সমর্থকরা অভিযোগ করেন, মোটরসাইকেল কর্মীরা ওইদিক থেকে আসার সময় আমাদের অফিসের সামনে এসে দারায়। আসার সাথে সাথেই আমাদের লোকজনের সাথে তর্কবিতর্ক শুরু করে। পরে তাঁরা আমাদের অফিসে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে দু'পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।
এনিয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া বলেন, ধামোরে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দু'পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং আটোয়ারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে কোন পক্ষেরই অভিযোগ না থাকায় এই পর্যন্ত কাউকে আটকের ঘটনা না ঘটার বিষয়ে বাংলাদেশ প্রকাশ'কে নিশ্চিত করেন এ পুলিশ কর্মকর্তা।