lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১ মে, ২০২৪
Last Updated 2024-05-01T05:35:49Z
সড়ক দুর্ঘটনা

বেনাপোলে বাস চাপায় সাইকেল আরোহী নিহত - BD Prokash

Advertisement


ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : 


যশোরের বেনাপোলে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মোস্তফা (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আনিসুর রহমান (৩৩) নামে অপর এক সাইকেল চালক গুরুতর আহত হয়েছে।



বুধবার (০১ মে) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে এবং আহত আনিসুর রহমান একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে।



স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে বেনাপোলগামী গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-ব ১২-১৭৬৮) বাসটি দ্রুত গতিতে চালিয়ে আসছিলো। এসময় বেনাপোল রজনী ক্লিনিকের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বেনাপোল গামী ২জন সাইকেল আরোহীকে চাপা দেয়। 



ঘটনাস্থলে মোস্তফার মৃত্যু হয় এবং অপর একজনকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটিকে আটকিয়ে রাখলেও বাসের চালক ও হেল্পার পালিয়ে যায়।