Advertisement
দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন ভোটারদের ধারে ধারে গিয়ে দিনব্যাপী গনসংযোগ পরিচালনা করেছেন।
মঙ্গলবার (১৪ মে) উপজেলার সুমরা ইউনিয়ন ও লক্ষিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী প্রচারনার পর সন্ধায় সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজার ও লক্ষিপুর ইউনিয়নের চকবাজারে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন তিনি।
গনসংযোগকালে নুরুল আমিন ভোটারদের উদ্যেশে বলেন. অবহেলিত দোয়ারাবাজার উপজেলার ভোটারদের সমর্থনের ভিত্তিতে তিনি ঘোড়া প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
গনসংযোগ শেষে সুরমা ইউনিয়ন পরিষদে ঘোড়া মার্কার সমর্থনে এক মতবিনিময় সভা পরিচালনা করেন তিনি।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন বলেন,আমি দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়ন বাস্তবায়নে কাজ করব। এলাকার উন্নয়নে ভোটদানের সাথে নিয়ে সবার মতামতের ভিত্তিতে উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় ঘোড়া প্রতীকের সমর্থনে আরও বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার উপজেলা বিশিষ্ট রাজনীতিবিদ কয়ছর আহমদ চৌধুরী,নরসিংপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হেকিম,ইউপি সদস্য নুরুল আমিন,ইউপি সদস্য আব্দুল জলিল শামিম, মুক্তিযুদ্ধা সন্তান সংসদ নরসিংপুর ইউনিয়ন শাখার সভাপতি নিজাম উদ্দিন, মাহমদ আলী,আছাব আলী সুমন প্রমুখ।
এতে উপজেলার সুরমা ইউনিয়ন,লক্ষিপুর ইউনিয়ন, বোগলাবাজার ইউনিয়ন ও নরসিংপুর ইউনিয়নের ভোটার ও সমর্থকদের বিশাল একটি অংশ উপস্থিত ছিলেন।