Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শ্রমিক দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দোয়ারাবাজার উপজেলা শাখা। এ উপলক্ষে সকালে শোভাযাত্রা, আলোচনা সভা, বর্নাঢ্য র্যালি, শ্রমিকদের মাঝে টি-শার্ট, টুপি বিতরণ ও খাবার বিতরণের আয়োজন করে সংগঠনটি।
এসময় বক্তারা বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য অনস্বীকার্য। পহেলা মে শ্রমিক দিবসের চেতনা হচ্ছে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও প্রাপ্য মজুরি প্রতিষ্ঠা করা। শ্রমজীবী মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করা। শুধু প্রতিশ্রুতি দিয়ে নয় অসহায় মেহনতি মানুষের প্রতি সুবিচার করতে হবে। শ্রমিকের অধিকার আদায়ের জন্য ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতিকে সামগ্রীক ভাবে সাজাতে হবে। তাহলেই মহান দিবসের প্রতি সুবিচার করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা ডাঃ হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা মাওঃ দেলাওয়ার হোসাইন, দোয়ারাবাজার উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ডাঃ সফিকুল ইসলাম, মাওঃ জাহাঙ্গীর আলম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন দোয়ারাবাজার উপজেলা সভাপতি ডাঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম'র পরিচালনায় এসময় আরোও বক্তব্য রাখেন ইউপি সদস্য মোশাররফ হোসেন,শ্রমিক কল্যাণ ফেডারেশের উপজেলা শাখার সহ-সভাপতি মো. সামছুল ইসলাম , অর্থ সম্পাক মো. নজরুল ইসলাম প্রমুখ।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।