lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
Last Updated 2024-05-23T15:09:14Z
রাজনীতি

মাদারগঞ্জে নির্বাচন বর্জন না করে প্রার্থীর প্রচারকাজে অংশগ্রহণ শ্রমিকদল নেতাকে বহিষ্কার - BD Prokash

Advertisement

 

আকন্দ সোহাগ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছে বিএনপি। দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অমান্য  করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতার পক্ষে সরাসরি নির্বাচনে অংশ নিয়ে বক্তব্য রেখে ভোট প্রার্থনা করায় এক শ্রমিকদল নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ওই শ্রমিকদল নেতার নাম আবু বক্কর সিদ্দিক। তিনি জামালপু্রের মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি আনোয়ার জাহিদ মাখন। গত ২২ মে সন্ধায় জাতীয়তাবাদী শ্রমিকদল জামালপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ আব্দুল সোবহান ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক সাক্ষরিত আদেশে ওই শ্রমিকদল নেতাকে বহিষ্কার করা হয়। 



এ বিষয়ে জামালপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক বলেন,আমাদের দল বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছেন। আবু বক্কর সিদ্দিক দলের নির্দেশনা অমান্য করে একজন চেয়ারম্যান প্রার্থীর শোডাউনে অংশগ্রহণ করেন এবং বক্তব্যও রেখেছেন যা দলের শৃঙ্খলা পরিপন্থি। বিষয়টি নিয়ে আমরা শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপ করে তাকে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের ঘটনা কেউ ঘটালেতাকেও দল থেকে বহিষ্কার করা হবে। এসব বিষয়ে বহিষ্কিত ওই শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। খুদেবার্তা পাঠালেও তিনি জবাব দেননি।