Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুজানগরের তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্যসচিব এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফের বাসায় বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের বাসায় বোমা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। সংবাদ ঘটনাস্থল পরিদর্শন করেন, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন।এ ঘটনায় শেখ আব্দুর রউফ জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। সংবাদ শুনে এসে দেখি দুটি বোমা বিস্ফোরণের কিছু আলামত পরে আছে।তার একটি লাল ও একটি কালো। তবে আমার পাশের বাড়ির কিছু লোক এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। শেখ রউফের স্ত্রী জানান, প্রথমে ভেবেছিলাম ঘরের টিনের উপর হয়তোবা কেউ ইট দিয়ে ঢিল ছুড়েছে। পাশের রুম থেকে বাচ্চা রেখে বের হতে হতে আরো দুটি বিকট শব্দে আওয়াজ শুনতে পাই।রুম থেকে বের হয়ে দেখি শুধু ধোঁয়া আর বারুদের দুর্গন্ধ।এরইমধ্যে দেখি তিন জন লোক দৌড়ে চলে গেল। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, ঘটনাটি নিয়ে অনুসন্ধান চলছে, জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।