Advertisement
বরগুনা প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে আজ আমতলী উপজেলা ইমারত নির্রমান শ্রমিক ইউনিয়ন র্যালি ও আলোচনা সভা করেছে। সকাল সাড়ে আট টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে শেষ হয়।
ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহিন পহল্লানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জি.এম ওসমানী হাসান, পৌরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম মুসা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল, জেসিকা তারতিলা যুথি, গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন।
বক্তব্য রাখেন, উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউসুফ রাজ, কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ।