lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৫ মে, ২০২৪
Last Updated 2024-05-05T11:39:28Z
সারাদেশ

রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু - BD Prokash

Advertisement

 

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

                                                                                   খাগড়াছড়ির রামগড় ইউনিয়নে বজ্রপাতে গংজ মার্মা (৫০) সহ দুটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ মে) ভোর রাতে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের দুর্গম হাজাছড়া (ডাক্তারপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গংজ মার্মা ০১নং রামগড় ইউনিয়নের দুর্গম হাজাছড়া এলাকার কংজ্র মার্মার ছেলে। 



হাজাছড়া পাড়া কার্বারী চাইলাপ্রু মার্মা জানান, বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাঁধা গরু গোয়ালঘরে আনতে গিয়ে বজ্রপাতে গরুসহ তার মৃত্যু হয়েছে। 



রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, ব্রজপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।