lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
Last Updated 2024-05-30T14:15:43Z
অনিয়ম - দুর্নীতি

নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদ্রাসা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুপারসহ তিন পদে নিয়োগ

Advertisement


কুড়িগ্রাম প্রতিনিধি:


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কুড়িগ্রামের নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদ্রাসায় সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী (তিন পদে) নিয়োগ সম্পন্ন করা হয়েছে। গত ১৮মে ২৪খ্রিঃ এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিয়োগ পাওয়া সুপার ও সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-ডিজির প্রতিনিধি বেনজীর আহমেদের সঙ্গে কথা বলে জানা গেছে।



গত ৭মার্চ ২৪খ্রিঃ মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা এবং গত ২এপ্রিল ২৪খ্রিঃ স্থায়ী নিষেধাজ্ঞা দেয় কুড়িগ্রাম সদর সিনিয়র সহকারী জজ আদালত। আদেশের কপি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও নিয়োগকালীন ভারপ্রাপ্ত সুপার (শরীর-চর্চা জুনিয়র শিক্ষক) লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট সদস্যদের কাছে পৌঁছানো হয়। এমনকি অত্র প্রতিষ্ঠানের সহ-সুপার শাহজাহান আলীর আবেদনের প্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা দেন আদালত এবং সহ-সুপার শাহজাহান আলী বাদী হয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা প্রশাসক, নাগেশ্বরী ইউএনও, নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে লিখিত অভিযোগ করেন।



মাদ্রাসার সহ-সুপার শাহজাহান আলী জানান, নাগেশ্বরী উপজেলার নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসায় গত ২জানুয়ারি ২০১৯খ্রিঃ থেকে তিনি ভারপ্রাপ্ত সুপার। প্রতিষ্ঠানের সভাপতি অতি-গোপনে নিয়োগ সম্পুর্ন করতে বলেন কিন্তু আমি অস্বীকৃতি জানালে বিধিবহির্ভূতভাবে সভাপতি বরখাস্ত করে জুনিয়র শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার করে। ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিন পদে ৪৫লাখ টাকা হাতিয়ে নিয়ে ৯জন পরীক্ষার্থীর মধ্য ৬জন প্রক্সি প্রার্থী দিয়ে সুপার পদে আব্দুল খালেক, আয়া পদে মোর্শেদা খাতুন ও নিরাপত্তা-কর্মী পদে মাইদুল ইসলাম কে গত ১৮মে ২৪খ্রিঃ এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।



সদ্য নিয়োগ সুপার আব্দুল খালেক নিয়োগ সম্পন্ন হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা আছে, এটা আমার জানা নেই। গত ১৮মে ২৪খ্রিঃ মাদ্রাসায় পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছি। তবে অপর দুই পদে নিয়োগ পাওয়া দুই প্রার্থী আয়া মোর্শেদা খাতুন ও নিরাপত্তা কর্মী মাইদুল ইসলাম নিয়োগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন।



নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসারের পরামর্শক্রমে সুপারসহ তিপ পদে নিয়োগ দেয়া হয়েছে।



নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম বলেন, নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসায় নিয়োগ সংক্রান্ত আদালতের নিষেধাজ্ঞার কথা শুনেছি। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি বেনজীর আহমেদের উপস্থিতির কারণে তিন পদে পরীক্ষা হয়েছে।



মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) ও নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি বেনজীর আহমেদ বলেন, আদালতের নিষেধাজ্ঞার কপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, মাদরাসার সভাপতির চাপে এই নিয়োগ পরীক্ষা নিতে বাধ্য হয়েছি। সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করেন।



নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, আদালতের উদ্ধে কেউ না। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগ পরীক্ষা হলে তদন্ত সাপেক্ষে উধ্বতর্ন কর্তৃপক্ষে জানানো হবে।



কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের কোন সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।