lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
Last Updated 2024-05-30T04:27:30Z
অগ্নিকাণ্ড

রামগড়ে আগুনে পুড়লো ব্যবসায়ীদের সম্বল

Advertisement


 

মোঃ মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় সদর ইউপির যৌথখামার বাজারে আগুনে পুড়ে নিঃস্ব হলো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান।                    বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে যৌথখামার বাজারে জ্বালানি তেল ব্যবসায়ীর দোকানে মোমবাতির আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা পেট্রোল, ডিজেল, অকটেন থাকায়, আগুনে আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ায় ৬টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দোকানে থাকা সকল জিনিস ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।                                                            

স্থানীয় সুত্রে জানা যায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  ঘটনার খবর পেয়ে ছুটে যান রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। তিনি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং সর্বোচ্চ সাহায্য সহযোগীতা করবেন বলে জানান।


রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, রাত  ৮টার দিকে যৌথখামার বাজারে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুত্রপাত মোমবাতি থেকে হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।


ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা  জানান,  মালামাল কিছুই বের করতে পারি নাই সব পুড়ে ছাই হয়ে গেছে । সব মিলিয়ে ২০ লক্ষ টাকার মত মালামাল সব শেষ হয়ে গেছে আমার। আমরা নি:স্ব হয়ে গেছি।