Advertisement
বরগুনা প্রতিনিধি:
আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধাসহ মঞ্চ দখলের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (ফুটবল প্রতীক) জেসিকা তারতিলা যুথি।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল (২২ মে) বুধবার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া বাজারে ফুটবল প্রতীকের প্রার্থী জেসিকা তারতিলা যুথীর পূর্ব নির্ধারিত স্থানে পথসভা মঞ্চ দখল করে (কলস) প্রতীকের নির্বাচনী প্রচারণা চালান প্রতিদ্বন্দ্বী প্রার্থী তামান্না আফরোজ মনি ও ছেলে গোলাম মাওলা মুসা ও ভাই মতিন মোক্তার সহ তার লোকজন। এ সময় গুলিশাখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. নূরুল ইসলাম ও স্থানীয় লোকজন তাকে মঞ্চ ত্যাগ করার অনুরোধ করেন। তিনি মঞ্চ ত্যাগ না করে স্থানীয় সবার সাথে বাজে ব্যবহার করেন। তাছাড়া সবাইকে দেখে নেবে বলে হুমকির প্রদান করেন।
তামান্না আফরোজ মনি বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান ভাইয়ের সাথে কথা বলার জন্য যাচ্ছিলাম। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেসিকা তারতিলা যুথি'র সমর্থিত লোকজন আমার ছেলে গোলাম মাওলা মুসা ও ভাই মতিন মোক্তার'কে মারধর করে।
জেসিকা তারতিলা যুথি বলেন, আমি গত দুমাস ধরে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলাম। গতকাল গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া বাজারে আমার ও গোলাম সরোয়ার ফোরকান কাকার পূর্ব নির্ধারিত পথসভা মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তামান্না আফরোজ মনি চেয়ার দখল করে বসে পড়েন। স্থানীয়রা তাকে মঞ্চ ত্যাগ করতে বললে তিনি মঞ্চ ত্যাগ না করে সবার সাথে বাজে ব্যবহার করেন। তিনি আমতলীতে ফিরে উল্টুই আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।