lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১১ মে, ২০২৪
Last Updated 2024-05-11T09:16:56Z
ব্রেকিং নিউজ

সালথায় রিসডা বাংলাদেশের ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ

Advertisement


 

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় রিসডা বাংলাদেশ দরিদ্র বেকার যুবকদের ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ করেছেন। শনিবার (১১ মে) বেলা ১১টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রিসডা-বাংলাদেশ সালথা এর বাস্তবায়নে রিসডা-বাংলাদেশ সালথা কার্যালয়ের হলরুমে এই বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় মোট ১২জন প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক্যাল কাজের উপকরণ বিতরণ করা হয়।  


জানা যায়, কারিগরি এই প্রতিষ্ঠানটি নিয়মিত পাঠদানের বাহিরে ৩ মাস মেয়াদে ১২জন দরিদ্র বেকার যুবকদের ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী মাঝে ইলেকট্রিক্যাল কাজের উপকরণ দিয়ে সহয়তা করা হয়। 


রিসডা বাংলাদেশ সালথা কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার শামীম সরদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা  রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক মো. ইদ্রিচ আলী মোল্লা। আরও উপস্থিত ছিলেন, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর সাগর ইসলাম।