lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ জুন, ২০২৪
Last Updated 2024-06-05T06:16:04Z
সারাদেশ

বিএমএসএস'র ডোমার উপজেলা আহবাহক কমিটি অনুমোদন - BD Prokash

Advertisement


স্টাফ রিপোর্টারঃ 


নির্যাতিত নিপিরীত শোষিত ও বঞ্চিত মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাওয়া সাংবাদিকদের কন্ঠস্বর খ্যাত "বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)" র নীলফামারী জেলার ডোমার উপজেলার আহবাহক কমিটি ঘোষণা করা হয়েছে।



মো.মোসাদ্দেকুর রহমান সাজুকে আহবায়ক ও মো. এবাদত হোসেন চঞ্চল কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্ত স্বাপেক্ষে বিএমএসএস'র চেয়ারম্যান মো.সুমন সরদার ও মহাসচিব এম এ বাশার যৌথ স্বাক্ষরে ৪ জুন মঙ্গলবার এই কমিটি অনুমোদন দেন। 



ডোমার উপজেলা আহবাহক কমিটির অন্যান্য সদস্য হলেন,যুগ্ম আহবাহক মোঃ রবিউল হক রতন,যুগ্ম আহবাহক আহসান হাবিব লাব্বু, সদস্য মোঃ কাজল আশরাফ,মোঃ ওহাবুল হক,হিমেল চন্দ্র রায়,সাজ্জাদ হোসেন জয়,মোঃ রোকনুজ্জামান রানা।



উক্ত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, সংগঠনের কো-চেয়ারম্যান সেহেলী পারভীন, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান মীর দিনার হোসেন, ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ নাসির, ভাইস চেয়ারম্যান মীর্জা গালিব উজ্জ্বল, ভাইস চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর রাজীব রাজু, ভাইস চেয়ারম্যান লায়ন রাকিবুল ইসলাম পলাশ, অতিরিক্ত মহাসচিব লায়ন মো. মাহমুদুল হাসান মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব আবু হামজা বাঁধন, যুগ্ম মহাসচিব শিহাব উদ্দিন রুবেল, যুগ্ম মহাসচিব উজ্জল হোসেন প্রধান, যুগ্ম মহাসচিব গোলাম কিবরিয়া, যুগ্ম মহাসচিব এ জেড এম উজ্জ্বল, যুগ্ম মহাসচিব খোসরুল আরুন নোমানী সাগর, যুগ্ম মহাসচিব লায়ন ডা. কামরুল ইসলাম মনা, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর) মো.সবুজ সহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ।