lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২২ জুন, ২০২৪
Last Updated 2024-06-22T04:26:39Z
সারাদেশ

দোয়ারাবাজারে লাইলী আক্তার লাকী'র উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - BD Prokash

Advertisement

 

সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):


লাইলী আক্তার লাকী গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে ( সেলাই মেশিন প্রতীক)  বিপুল সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত প্রার্থীর সাথে শক্ত প্রতীদ্বন্ধী ছিলেন। স্বামী মোহাম্মদ আবু সালেহ ও গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। তবে নির্বাচনে পরাজিত হয়েও থামেনি তাদের মানব সেবা। দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আবু সালেহ ও লাইলী আক্তার লাকী জীবিকার তাগিদে নারায়ণগঞ্জ অবস্থান করলেও তাদের মন পড়ে রয়েছে অধিকার বঞ্চিত দোয়ারাবাজার উপজেলার মানুষদের কাছে। সেই প্রমান ফুটে উঠেছে এখন লোকমুখে।  চলতি বন্যায় ধাপে ধাপে উপজেলার বিভিন্ন অঞ্চলে তাদের নিজ অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।



স্বামী স্ত্রী দু'জনেই নির্বাচনে পরাজিত হয়েও উপজেলাবাসীর সেবায় অন্যান্যদের আগে এগিয়ে এসেছেন। বন্যাদূর্গত মানুষের পাশে সবার আগে সহযোগিতার হাত প্রসারিত করায় বেশ সুনাম কুড়িয়েছেন উপজেলাবাসীর । 



পবিত্র ঈদুল আজহা পরবর্তী বানভাসিদের মাঝে  দ্বিতীয় দফায় শুক্রবার (২১ জুন) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালাইছড়া গ্রামে তাদের নিজ বাড়িতে খাদ্য সামগ্রী নিতে আসা একাধিক সুবিধাভোগী জানান. মোহাম্মদ আবু সালেহ ও লাইলী আক্তার লাকী দু'জনই জনদরদী। তারা নারায়নগঞ্জ বসবাস করলেও এলাকাবাসীর দূর্যোগে -দূর্ভোগে অর্থ সহায়তা,খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে পাশে থাকেন। নির্বাচনে পরাজিত হয়েও তারা এলাকার মানুষের কথা ভুলেনি। মানুষের কষ্টের কথা চিন্তা করে বন্যাদূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেনো তাদের মনের আশা গুলো পূরন করে।