Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বারকি নৌকা ডুবে আলতাব হোসেন (৩২) শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবগত রাত ৩টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিক আলতাব হোসেন হাবিবনগর গ্রামের জুনাব আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আলতাব হোসেন প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও চেলা নদীতে বালু পাথর উত্তোলন করতে যায়। এমতাবস্থায় রাত ৩ টার দিকে চেলানদীর সারপিন পাড়া এলাকায় বালু উত্তোলন করে আসার সময় টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বালুভর্তি নৌকা তলিতে যায়। এসময় বালু উত্তোলন করতে আসা অন্য নৌকার শ্রমিকরা তাকে দেখতে না পেয়ে অনেক খোজাখুঁজি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য ধন মিয়া। এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, নিখোঁজ হওয়ার ঘটনা মাত্র শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।