lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৭ জুন, ২০২৪
Last Updated 2024-06-07T05:03:37Z
আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নকল সোনা বিক্রি করতে এসে মহিলা আটক - BD Prokash

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী হাটের অপু জুয়েলার্সে নকল সোনা বিক্রি করতে এসে আটক হয়, নাজমা বেগম (৪২) নামের দুই সন্তানের জননী এক মহিলা। আপু জুয়েলার্সের স্বত্বাধিকারী নন্দ কুমার বনিক জানান,  বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২ টায় এক মহিলা আমার জুয়েলারী দোকানে নাজমা নামে এক মহিলা একটি সোনার আংঠি বিক্রি করতে আসেন। সেই সময় ঐ সোনার আংঠিটি আমার সন্দেহ হয়। পরে কষ্টি পাথরে যাচাই করে নকল সোনা ধরা পরে। বালিয়াডাঙ্গী থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঐ মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম নাজমা বেগম এবং যশোর জেলার কিশবপুর থানার যাতপুর চাচড়া খামারপাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। তিনি আরো বলেন, আমাকে রেখে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় অবস্থান করে। পরে পুলিশ স্থানীয় চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বাবুর উপস্থিতিতে ঐ মহিলাকে নিজ জিম্মায় ছেড়ে দেন। এই ঘটনায় লাহিড়ী বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে আটক হওয়া মহিলার নাম ও পরিচয় সঠিক কিনা তা জানা যায়নি।