lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ জুন, ২০২৪
Last Updated 2024-06-05T15:14:27Z
সারাদেশ

মাধবদীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাপ্তীর সমন্বয় কমিটি গঠিত - BD Prokash

Advertisement

 

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ


নরসিংদীর মাধবদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লোড শেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকগণ। দৈনিক ১২/১৬ ঘন্টাই থাকছেনা বিদ্যুৎ। এতে মানুষের ভুগান্তি চরম আকার ধারন করেছে। বন্ধের পথে মিল, কল, কারখানাসহ সকল ধরনের শিল্প প্রতিষ্ঠান। শ্রমিক হারাচ্ছেন ফেক্টরী মালিকগণ। বিদ্যুৎ না থাকায় কাজে বেতন পাচ্ছে কম শ্রমিকগণ। এতে শিল্প ও কলকারখানা বন্ধের পথে। সারাদিন খাটুনি শেষে রাতে ঘুমাতে পারছেনা শ্রমজীবী মানুষ, শিশু বাচ্চাসহ সকল শ্রেণির মানুষ। এমন পরিস্থিতিতে মাধবদীতে লোড শেডিং বন্ধের দাবীতে ও চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাপ্তীর লক্ষে মাধবদীর ব্যবসায়ী, রাজনীতিবীদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি। আজ বেলা ১১টায় মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে মাধবদী বণিক সমিতির অফিসে এক সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে আহŸায়ক, মাধবদী শহর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামানকে যুগ্ম-আহŸায়ক, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ইঞ্জি. মোঃ মফিজুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, সাংবাদিক মোঃ আলআমিন সরকার ও গাজী শফিকুল ইসলামকে সদস্য হিসেবে নাম ঘোষনা করা হয়। এসময় আলোচনা সভায় নরসিংদী জেলা প্রশাসক, নরসিংদী সদর আসনের এমপি, বাংলাদেশ শিল্প মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও আর.ই.বি এর মহাপরিচালকের কাছে স্মারকলিপিসহ আলোচনা করার সিদ্ধান্ত হয়। স্মারকলিপি ও আলোচনার পর যদি বিদ্যুৎ এর লোড শেডিং বন্ধ না হয় তাহলে কলকারখানা বন্ধ ঘোষনা করে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।