Advertisement
গাবতলী (বগুড়া):
বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে মুদি দোকান ও কাপড়ের দোকান ভাংচুর, নগদ অর্থ ও মালামালা লুটপাট সহ মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২০জুন রাত ৭.৩০ টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট চারমাথার মোড়ে। জানা গেছে, উল্লেখিত কর্নিপাড়া গ্রামের খলিলুর রহমান পুটু পেরীরহাট চারমাথার মোড়ে মুদি দোকানঘর ও রিমন মিয়ার কাপড়ের দোকান খোলা থাকাকালীন গত ২০জুন রাত ৭.৩০ ঘটিকায় ওই দুইটি দোকানে একযোগে হামলা চালায় ২০/৩০ জনের একটি সংঘবদ্ধ দল। এ সময় হামলাকারীরা বিভিন্ন লাঠিসোটা ও ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে মাহবুবু হোসেন ভোদল-কে বেদমভাবে মারপিট করে। এসময় ভোদলের চাচাতো ভাই সুজন এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করে। এরপর ওই সংঘবদ্ধ দল দোকান ভাংচুর, বিভিন্ন মালামাল লুটপাটসহ মুদি দোকানের নগদ ৬ লক্ষ ৫৫ হাজার টাকা ও কাপড়ের দোকানের নগদ ২ লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এতে ওই দোকান দুইটিতে প্রায় ৪/৫ লাখ ক্ষতিসাধিত হয় বলে ভুক্তভোগী খলিলুর রহমান জানান। এ ঘটনায় খলিলুর রহমান বাদী হয়ে আতাউর রহমান ওরফে খোকন কে প্রধান করে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০/৩০ জনের নামে গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযোগে তদন্তকারী কর্মকর্তা গাবতলী মডেল থানার এসআই সুজল চন্দ্র বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।