lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২ জুন, ২০২৪
Last Updated 2024-06-02T05:39:59Z
অনিয়ম - দুর্নীতি

পঞ্চগড়ে ফলন্ত আম কাঁঠাল গাছ অমানবিক ভাবে কর্তন এর মহোউৎসব - BD Prokash

Advertisement

 

পঞ্চগড় প্রতিনিধি:


পঞ্চগড়ে ফলন্ত গাছ কাটার মহোউৎসব, আর মাত্র এক মাস অপেক্ষা করলেই রাস্তার দু'ধারের আম কাঁঠাল জাম গাছের ফল গরিব অসহায় মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ খেতে পারত।



স্থানীয়রা বলছেন জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে একটি কাঁঠাল কিনে খেতে হয় এক থেকে তিনশত টাকায় কিন্তু দুঃখের বিষয় হাজার হাজার কাঁঠাল নষ্ট করছে এ কেমন মানবতা,এসব রাস্তার পাশে ফেডারেশন কর্তৃক লাগানো হাজার হাজার আম কাঁঠাল ও অন্যান্য গাছ মাত্র ২৯ লাখ ৮৫ হাজার টাকা টেন্ডারের মাধ্যমে ক্রয় করেছে। 



 তবে বেশ কয়েকটি হাত ঘুরে বিক্রি হয়েছে গাছগুলো স্থানীয় কাঠ ব্যবসায়ী দের কাছে এরা এখন ফলসহ অমানবিক এবং ব্যবিচারে কর্তন  করচ্ছে। অন্যান্য কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, বর্তমান বাজার অনুযায়ী এসব গাছ পানির দামে টেন্ডার হয়েছে।



এদিকে স্থানীয়রা বলছেন এভাবে কাঁঠাল আম সহ গাছ কাটার মহোৎসব কেন এ নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। গাছ কেটে নিয়ে যাচ্ছে রাস্তার পাশে পড়ে রয়েছে লক্ষ লক্ষ আম কাঁঠাল এর ফল। এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা কর্তৃপক্ষ এর কাছে জানতে চাইলে তারা জানান এসব কাঁঠাল গাছের মেয়াদ নাকি উত্তীর্ণ হয়ে গেছে তাই ফল দেখার সময় নেই কর্তন করতেই হবে।



অথচ এসব কাঁঠাল গাছে যখন কাঁঠাল ছিল না তখন কর্তন করা হয়নি যুগ যুগ ধরে পড়েছিল। এখন হঠাৎ ফলসহ গাছ কেটে সাবার করা হচ্ছে, রাস্তার পাশে পড়ে থাকা এসব ফল দেখে স্থানীয় সহ পথচারীদের আফসোস যেন থামছে না।



 এবং তাদের প্রশ্ন আর কিছুদিন পর এসব ফলন্ত গাছ কাটলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো। এত ফল নষ্ট করে গাছগুলো কাটা মোটেও ঠিক হয়নি এটা সম্পূর্ণ অমানবিক কাজ করেছে কর্তৃপক্ষ, এ বিষয়ে সঠিক তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল।