রবিবার 13 এপ্রিল 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৬ জুন, ২০২৪
Last Updated 2024-06-26T14:44:59Z
সারাদেশ

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে এ বি সি ডি কর্মশালা - BD Prokash


পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি


সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে  ২৬ জুন ২০২৪ তারিখ সকাল ৯:০০ ঘটিকায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের  নারীদের  নিয়ে ১ দিন ব্যাপী এ বি সি ডি কর্মশালার আয়োজন করা হয়।

Advertisement

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এর  ম্যানেজার  এম এন্ড ই জয়ন্ত ঘোষ ( ঢাকা) এবং পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস। প্রশিক্ষক হিসাবে ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

 


উক্ত প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য দেন এনগেজ-প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী। কর্মশালাটির উদ্দেশ্য হলো স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করা।



প্রশিক্ষণার্থী বিথীকা মন্ডল  বলেন, আমরা প্রশিক্ষণ  পাই খাতা কলমে,  হাতে কলমে এমন প্রশিক্ষণ পেয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি । সেজন্য সিসিডিবির এনগেজ- প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।