lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
Last Updated 2024-06-25T09:33:06Z
শিক্ষা

নেত্রকোণার শ্যামগঞ্জে চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত - BD Prokash

Advertisement

 

বিশেষ প্রতিনিধি :


২৩ জুন ২০২৪, রবিবার, নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জে এ্যাম্বিশন মডেল কলেজের ক্যাম্পাসে চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোচিংয়ের পরিচালক মুহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজলা দাখিল মাদরাসার সুপার মাওলানা লুৎফুর রহমান।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে ইউপি সদস্য মোহাম্মদ শামীম। এছাড়া উপস্থিত ছিলেন এ্যাম্বিশন মডেল কলেজের প্রিন্সিপাল ওমর ফারুক হিমেল, ভাইস প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমান আল আমিন, শ্যামগঞ্জ সিটি স্কুলের প্রধান শিক্ষক আল মাসুদ, ডাইনামিক কোচিং হোমের পরিচালক রবিন আহমেদ এবং টপ কেয়ার কোচিং সেন্টারের পরিচালক আল মামুনসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি।



অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী হিসেবে তানভীর আনজুম শিহাব, জাকির হুসাইন ফাহিম, এস এম মাসুম এবং মোছা. মনোয়ারাকে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সুবিধাবঞ্চিত গ্রামীন শিক্ষার্থীদের মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



অনুষ্ঠানটি সার্বিক কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।