Advertisement
আকন্দ সোহাগ
জামালপুরের মাদারগঞ্জে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে রোটারি ক্লাব অব আবাহনীকুঞ্জ ঢাকা এর উদ্যোগে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বালিজুড়ি ইউনিয়নের কামারিয়া ফিরোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে এসব ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু। রোটারি ক্লাব অব আবাহনীকুঞ্জ এর সাবেক সভাপতি ডঃ মোঃ আশরাফুর রহমান এমপিএইচএফ এর সভাপতিত্বে ও চার্টার প্রেসিডেন্ট কে এম এনায়েতুল করিম হেলাল পিএইচএফ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব আবাহনীকুঞ্জের সভাপতি সরদার মোহাম্মদ রবিউল আলম পিএইচএফ,সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম পিএইচএফ,প্রেসিডেন্ট নমিনি মোহাম্মদ মাহমুদ হোসেন পিএইচএফ ও রোটারিয়ান ফেরদৌসী আক্তার রেহেনা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা রহমান শুভ্রা। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।