Advertisement
মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
শপথ গ্রহণ করলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। আজ ০৩ জুন সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এছাড়াও এসময় নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ ওয়ালিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান বেগমকেও শপথ বাক্য পাঠ করানো হয়।
এসময় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ-পিরিচ মার্কার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সমর্থক, কর্মী ও দলীয় নেতা-কর্মীরা। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন শপথ গ্রহণ শেষে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামকে। পরে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ইশরাক হোসেন মনির ভূইয়া, মাধবদী শহর আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মোতালিব হোসেন, আমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দিন ভূইয়া রিপন, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির শাহ, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মকবুল হোসেন, মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশাপ্রমূখ।
উল্লেখ্য যে নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে গত ১৫ এপ্রিলের মনোনয়নপত্র জমা, ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৩ এপ্রিল প্রতিক বরাদ্ধ হয়েছে ও ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হয়।