lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩ জুন, ২০২৪
Last Updated 2024-06-03T06:27:08Z
সারাদেশ

সালথায় বিজেএ'র পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুিষ্ঠত - BD Prokash

Advertisement

 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের সালথায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আনিছুর রহমান বালী। বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তৃতা প্রদানসহ সভাপতিত্ব করেন, বিজেএ'র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ।



বিশেষ অতিথি ছিলেন, পাট অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো: জাহিদুল ইসলাম। কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিৎ কুমার ঘোষ। 



পাট বীজ উৎপাদন ও  চাষ নিয়ে আলোচনা করেন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো: লুৎফুল আমিন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল। কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক মো: নজরুল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রায়হান ফেরদৌস প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।