lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ জুন, ২০২৪
Last Updated 2024-06-01T10:11:14Z
উপজেলা পরিষদ নির্বাচন

পোরশয় জামানত হারাচ্ছেন ১৪ জন প্রার্থী - BD Prokash

Advertisement

 

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ


ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে । এ নির্বাচনে পোরশা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন সহ মোট ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।



নির্বাচনে ১৫ শতাংশ ভোট না পেলে  জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। এই বিধি অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন  ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন মোট ১৪ জন জামাতের টাকা হারাচ্ছেন।



পোরশা উপজেলা সহকারি রিটারনিং অফিসার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।



নির্বাচন বিধি অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদে ১ লক্ষ টাকা, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা নির্বাচন কমিশন অনুকূলে জমা দিতে হয়। 



ফলাফল অনুযায়ী পোরশা উপজেলায় এক লক্ষ ৮ হাজার ১শত সত্তর জন ভোটার মধ্যে চেয়ারম্যান পদে প্রদত্ত ভোট ৬৯৬৯৪। শতকরা হিসাবে ৬৪.৪৩ শতাংশ। জামানত রক্ষায় প্রত্যেক প্রার্থীকে ১৫ শতাংশ অনুযায়ী  পেতে হতো ১০৪৫৫ভোট। সে অনুযায়ী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক   কাজীবুল ইসলাম ৮৯৫ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। 



ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত  ৬৯৫৭৩ ভোট। শতকরা হিসেবে ৬৪.৩২ শতাংশ। ১৫ শতাংশ অনুযায়ী ভোট পেতে হতো ১০৪৩৬ ভোট। সে অনুযায়ী মহেন্দ্র পাহান মাইক প্রতীক ২৭৯৯ ভোট, মোহাম্মদ আলী উড়োজাহাজ প্রতীক ৭২১৫ ভোট, মোঃ আবু মুসা গ্যাস সিলিন্ডার প্রতীক ৭৯২ ভোট, মোঃ খোরশেদ আলম চশমা প্রতীক ৫৩২৬ ভোট, মোঃ তৈয়ব আলী পালকি প্রতীক ৭৮ ৪৮ ভোট, মোঃ মাঈমুল ইসলাম বৈদ্যুতিক বাল্ব প্রতীক ৭২৩৫ ভোট, মোঃ মাসুম বিল্লাহ টিউবওয়েল প্রতীক ৪৩০৩ ভোট, মোঃ মোজাম্মেল হক তালা প্রতীক ৯৬৬৫ ভোট ও রামলাল সরদার টিয়া পাখি প্রতীক৫৪০২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।



মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ৬৯৫২৬ ভোট। শতকরা হিসাবে ৬৪.২৭ শতাংশ। ১৫ শতাংশ অনুযায়ী ভোট পেতে হতো ১০৪২৯। সে অনুযায়ী অনামিকা সুইটি ফুটবল প্রতীক ১০৩১২ ভোট, মোসাঃ নাসিমা বেগম সেলাই মেশিন প্রতীক ৩৬২৩ভোট, মোসাঃ রেহানা বেগম বৈদ্যুতিক পাখা প্রতীক ৩৪৬৫ভোট ও মোসাঃ শরিফা বেগম পদ্মফুল প্রতীক ৬৭৩২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।



এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাসেদুল হাসান নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী মোট কাস্টিং ভোটের ১৫ শতাংশ ভোট পেলে নিয়ম অনুযায়ী জামানত ফিরে পাবেন। যদি ১৫ শতাংশের নিচে কেউ ভোট পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে বলে জানান।