Advertisement
গাবতলী বগুড়া প্রতিনিধি:
ক্রীড়াকে হ্যাঁ বলি,মাদক কে না বলি। মহিষাবান মড়িয়া পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে মড়িয়া বুলুর বাড়ির সামনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২১ জুন রোজ শুক্রবার বিকাল ৫ টায খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোঃ এনামুল হক বকুল বাংলাদেশ সুপ্রিম কোর্ট,প্রশাসনিক কর্মকর্তা,ঢাকা হাইকোর্ট।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন অ্যাস্টেট্যান্ট সাব ইন্সপেক্টর অব পুলিশ,খিলগাঁও থানা, ঢাকা। উব্দোধন করেন মড়িয়া পশ্চিমপাড়ার বিশিষ্ট সমাজ সেবক নরুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরুল ইসলাম বাটু ইউপি সদস্য মহিষাবান, জোবায়ের রহমান টিএমএসএসের শাখা প্রধান ফুলবাড়ি, দিনাজপুর, মোছাঃ নাজমুল নাহার নাজু মহিষাবান ইউনিয়নের ৪,৫,৬ ওয়াডের উপ নির্বাচনে মেম্বার প্রদপ্রাথী , রফিকুল ইসলাম সমাজ সেবক মড়িয়া, উক্ত খেলায় অংশগ্রহণ করে মহিষাবান ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সফিকুল একাদশ বনাম সাধারণ সম্পাদক রব্বানী একাদশ। খেলা ফুলটাইম ১-১সমতা শেষে টাইব্রেকারে রব্বানী একাদশ কে ৪-৩ গোলে পরাজিত করে সফিকুল একাদশ।