lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
Last Updated 2024-06-20T12:47:45Z
শিক্ষা

রংপুর গংগাচড়ার চেংমারীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত - BD Prokash

Advertisement

 

রবীন্দ্রনাথ সরকার, স্টাফ রিপোর্টার:


রংপুর গংগাচড়া উপজেলার  ৪ নং ইউনিয়ন পরিষদের চেংমারী গ্রামে প্রিয় চেংমারী নামে  ফেসবুক ভিত্তিক কমিউনিটি প্লাটফর্মের উদ্যোগে,আব্দুর রশিদ স্মৃতি পাঠাগারের আয়োজনে (বুধবার)বিকাল ৩ ঘটিকায় চেংমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কক্ষে  এসএসসি -২৪ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।



এসময়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল সুমন আব্দুল্লাহ, সাবেক চেয়ারম্যান, ৪ নং গংগাচড়া ইউনিয়ন পরিষদ। 



আরো উপস্থিত ছিলেন   এস এম জাকারিয়া মুকুল,প্রভাষক, গংগাচড়া সরকারি কলেজ,  আশরাফ আলী,বিশিষ্ট্য ব্যবসায়ী,সাংবাদিক রবীন্দ্রনাথ  সরকার ,আতিয়ার রহমান,গোলাম রব্বানী সহ ইলেক্ট্রনিকস মিডিয়া ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।



কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অনুপ্ররণামূল বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আব্দুর রশিদ স্মৃতি পাঠাগারের সভাপতি জনাব আব্দুর রউফ রুবেল।



অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি  বলেন,আজকে যাদের কৃতি সংবর্ধনা দেওয়া হচ্ছে  তারা একসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে  ডাক্তার, ইন্জিনিয়ার,লাইনে পড়াশোনা করবে । কিন্তু ঐ সময়টাতে নিজের পড়াশোনার পাশাপাশি সামাজিক শিক্ষা মূলক কাজ গুলো গুরুত্ব রাখতে হবে। তাহলে আজকের এই আয়োজন গুলো প্রিয় চেংমারীর জন্য স্বার্থক হবে। যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের উচিত এই কাজগুলোতে সহযোগিতা করা ও সময় দেওয়া।তিনি আরো বলেন আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজক স্বপন হাসান, প্রান্ত, ভরত রহিম, সহ সকল আয়োজক কমিটি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন করেছেন সকলকে অসংখ্য  ধন্যবাদ। 



আলোচনা সভা শেষে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, ফিতা শিক্ষামূলক বই বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সভাপতি আব্দুল রউফ রুবেল সমাপ্ত ঘোষণা করেন।