Advertisement
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামাইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ৪টি ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা করতে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে ১নং ধামইরহাট ইউনিয়ন, ৩নং আলমপুর, ৪নং উমার ও ৬ নং জাহানপুর ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জনপ্রিয় নারী নেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ.টি.এম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এ.টি.এম বদিউল আলম, ওসমান গণি, গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকি, ইসমাইল হোসেন মোস্তাক, মোসাদ্দেকুর রহমান, আলহিল মাহমুদ চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুর রহমান, খুরশিদা পারভীন, লুৎফর রহমান, অনুষ্ঠানের মাল্টিমিডিয়ায় বাল্য বিবাহমুক্ত স্মার্ট পরিবারের চিত্র উপস্থাপক ওয়ার্ল্ড ম্যানেজার মানুয়েল হাসদা, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগি, রোজলিন মিতু কোড়াইয়াু, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আকতার সুরভী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, কাজী সমিতির সভাপতি কাজী মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অতি শ্রীঘ্রই ৪টি ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা করা হবে এবং পরবর্তী ইউনিয়নগুলোকে এর আওতায় আনা হবে বলে অনুষ্ঠানে ইউএনও আসমা খাতুন জানান। সবশেষে ইউপি চেয়ারম্যান নিকট স্মার্ট বাংলাদেশ গড়তে ৪জন ইউপি চেয়ারম্যানকে বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন তথ্য বোর্ড ও কাজীদেরকে অঙ্গীকারনামা বোর্ড হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।