Advertisement
বরগুনা প্রতিনিধি:
তালতলী উপজেলার ব্যাটারী চালিত অটো গাড়ীর চাপায় ব্যবসায়ী নুরু জোমাদ্দার নিহত হয়েছে। ঘটনা ঘটেছে মালিপাড়া সড়কে রবিবার বেলা ১১ টার দিকে।
জানাগেছে, নুরু জোমাদ্দার রবিবার বেলা ১১ টার দিকে তালতলী বাজারে দোকানে যেতে মালিপাড়া বাসার সামনে বের হয়। এমন সময় লাউপাড়া থেকে ব্যাটারী চালিত অটো গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। দ্রæত স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজনিন জাহান তাকে মৃত্যু ঘোষনা করেন। ঘাতক অটোগাড়ীটি পুলিশ জব্দ করেছে। চালক পালিয়ে গেছে।
নিহত নুরু জোমাদ্দারের বড় ভাই নবী জোমাদ্দার বলেন, আমার ভাইকে ব্যাটারী চালিত অটো গাড়ী চাপা দিয়েছে। এতে আমার ভাই মারা গেছেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজনিন জাহান বলেন, নুরু জোমাদ্দারকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ব্যাটারী চালিত অটোগাড়ীটি জব্দ করা হয়।